ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ঝিনাইদহে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের কালিকাপুর এলাকায় যুবক মিরাজকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
  
সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পায়রাচত্বরে যুবকের স্বজনসহ এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে এলাকাবাসীর কয়েক’শ নারী পুরুষ মানুষ অংশ নেয়। মানববন্ধনে আহত যুবক মিরাজের পরিবার ও সহপাঠিরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, শুক্রবার (২৪ মার্চ) কথা কাটাকাটির জেরে শহরের কালিকাপুরে যুবক মিরাজ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে মারত্মক ভাবে জখম করে। বর্তমানে মিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

এ ঘটনায় আহত মিরাজের বাবা শুকুর আলী বাদি হয়ে ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রধান আসামিসহ অন্য আসামিদের এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

এসময়  দ্রুত আসামিদের গ্রেফতারে দাবি করেন মিরাজ হোসেনের পরিবার।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।