দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে। পদত্যাগের আবেদনের সাত দিনের মাথায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে।
আদেশে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি করা হলো।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে সোমবার (৬ অক্টোবর) বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরদিন, অর্থাৎ ৭ অক্টোবর, মাউশির চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ডিজি নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।
এমআইএই/এমজে