ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা রক্তাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, এপ্রিল ২, ২০২৩
সিলেটে দুর্বৃত্তদের হামলায় বীর মুক্তিযোদ্ধা রক্তাক্ত

সিলেট: নগরীর দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের হামলায় গৌরাঙ্গ দেব গোপাল নামে একজন বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট বাইপাস সংলগ্ন সাউথ সুরমা সিএনজি পাম্পের সামনে হামলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবের গ্রমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশায়। তিনি সিলেট নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ঘটনাটি জানতে পেরে আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি। এ বিষয়ে তিনি অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।       

বাংলাদেশ সময়:০০২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।