ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধানের স‌ঙ্গে বাংলাদেশি দূ‌তের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, অক্টোবর ১৪, ২০২৫
কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধানের স‌ঙ্গে বাংলাদেশি দূ‌তের বৈঠক

কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ দারাজ সাদ আল-শুরাইয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তারা সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সোমবার (১৩ অক্টোবর) কুয়েতের সশস্ত্র বাহিনীর প্রধানের অফিসে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

কু‌য়ে‌তের বাংলা‌দেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর প্রধান বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।