ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. মামুন শেখ ও মো. মেশকাত চৌধুরী।

রোববার (২ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান।

তিনি জানান, ইস্কাটন গার্ডেন এলাকার টেলিযোগাযোগ (বিটিসিএল) ভবনের সামনে অভিযান চালিয়ে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।