ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম্মুর স্বপ্নপূরণে গ্র্যাজুয়েশন শেষ করবো: জেসমিনের ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আম্মুর স্বপ্নপূরণে গ্র্যাজুয়েশন শেষ করবো: জেসমিনের ছেলে

নওগাঁ: ‘আম্মুর স্বপ্ন ছিল যেন আমি গ্র্যাজুয়েশন শেষ করি। তাই আম্মুর শেষ স্বপ্নটা পূরণ করতে চাই।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে সাংবাদিক এ কথাগুলো বলছিলেন নওগাঁয় র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিনের ছেলে সৈকত। তবে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। তার মায়ের এমন মৃত্যুর বিষয়ে জানতে চাইলে পুরোপুরি চুপ ছিলেন সৈকত।

এর আগে নিহত জেসমিনের পরিবারের সঙ্গে কথা বলেছেন র‌্যাবের একটি তদন্তকারী দল। নওগাঁ সার্কিট হাউজে আনুমানিক বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। যেখানে জেসমিনের পরিবারের পক্ষে ছেলে শাহেদ হোসেন সৈকত ও সুলতানার ভগ্নিপতি আমিনূল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে চন্ডিপুর ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। র‍্যাব হেফাজতে থাকা অবস্থায় জেসমিন অসুস্থ হলে তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এই বৈঠকের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কেউ কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।