ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কামাল হত্যা মামলায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আড়াইহাজারে কামাল হত্যা মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কামাল হোসেন (৬০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

আসামিরা হলেন- আড়াইহাজারের নয়নাবাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আবু সায়েম (৪২) ও তার স্ত্রী সাথী বেগম (৩৫)।

রিজওয়ান সাঈদ জিকু জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাজীরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের আগে থেকে বিরোধ ছিল। এর জের ধরে গত ৩ এপ্রিল সকালে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিমের মেয়েকে মারধর করে এবং দুপুরে ভিকটিম মসজিদে যাওয়ার সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা দায়ের মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।