ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাডাকি করেও মেলেনি সাড়া, জানালার পাশেই ঝুলছিল যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ডাকাডাকি করেও মেলেনি সাড়া, জানালার পাশেই ঝুলছিল যুবক ফাইল ফটো

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাসপাতাল পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে মো.  সাগর হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হাসপাতাল পাড়া এলাকার আব্দুর রশিদ ফকিরের বাড়ির একটি কক্ষে একাই ভাড়া থাকতেন সাগর নামের ওই যুবক। তিনি ল্যাব এইড ফার্মা নামের ওষুধ কোম্পানির বিক্রয় কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।

ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

বাড়ির মালিক আব্দুর রশীদ ফকির জানান,  ব্যাচেলর যুবক মোঃ  সাগর হোসেন ওরফে (ইনজয় )  ১০-১২ দিন আগে বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। আজ দুপুরে বাড়ির লোকজন ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে জানালার পাশ দিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।