ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, এপ্রিল ১৫, ২০২৩
নিউ সুপার মার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ বেশ কয়েকজন

ঢাকা: রাজধানীর নিউমার্কেটের আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।  

শনিবার (১৫ এপ্রিল) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ১০ জন অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য রাসেল, শান্ত, তৌফিক ও ভলেন্টিয়ার রিফাতসহ ১০ জন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এজেডএস/পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।