ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

মাদারীপুর: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে জামাল শেখ (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।  

স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রতন শেখের ছেলে।

জানা গেছে, জামাল শেখ গত ৬ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি কনফেকশনারির দোকান চালাতেন। কয়েকদিন আগে সন্ত্রাসীরা জামালের দোকানে এসে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সন্ত্রাসীরা দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে জামাল শেখ নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি মর্মান্তিক। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।