ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মাংসের দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
লক্ষ্মীপুরে মাংসের দোকানিকে জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর গরু মাংস ও মুরগি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গরুর মাংসের দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বিভিন্ন দোকানিকে সর্তক করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্য ও সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে পচা-বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এনএসআই ফিল্ড অফিসার রাজিব কর, পৌরসভার সেন্টারি ইন্সেপেক্টর তাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী মাংস দোকানিকে অর্থদণ্ড করা হয়। একই সময় মুরগি বাজারে ওজনে কম দেওয়ায় কয়েকজনকে সর্তক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।