ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদ শুভেচ্ছার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈদ শুভেচ্ছার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ফাইল ফটো

ঢাকা: ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগ চালানোর নির্দেশ দিয়েছেন আওযামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ যৌথসভায় হয়।  

এ যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এ নির্দেশ দেন। সভা শেষে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ওই নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে। এ সময় দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল ও নির্বাচনী প্রচারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়টি সামনে রেখেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় এ নির্দেশনাগুলো দিয়েছেন।  

সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও গতিশীল করতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, দল সাংগঠনিক শক্তি বাড়ানোর মাধ্যমে দলকে আরও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় অবস্থানের সময় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন অর্জনগুলো তুলে ধরে নির্বাচনী জনসংযোগ চালাতে বলেন। সে সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করতে হবে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের বৃক্ষ রোপণ করতেও বলেছেন।

এ যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সরকার এ সময় ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সরকারের এ উন্নয়ন কর্মকাণ্ডগুলো সর্বস্তরের মানুষের মধ্যে তুলে ধরতে হবে। আমাদের সরকারের নেওয়া অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের মানুষ বিভিন্ন ধরনের ভাতা, সহযোগিতা, সুযোগ সুবিধা পাচ্ছেন। এ ভাতা, সুযোগ সুবিধাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি ও যথাযথভাবে যাচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নিতে হবে।

সে সঙ্গে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন ও সকর্ত থাকার পরামর্শ দিতে হবে। এ বিষয়ে সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে হবে।

এ সময় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে না পড়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া সবাইকে সতর্ক করেছেন বিশেষ করে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এমপিদের দ্বন্দ্বের বিষয়ে৷ আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ মনোনয়ন প্রতিযোগিতায় নেমে দলের মধ্যে যাতে গ্রুপিং দ্বন্দ্ব যাতে তৈরি না সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তিনি ৷

এছাড়া প্রধানমন্ত্রী কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে বলেছেন৷ কোথাও জমি অনাবাদি পড়ে আছে কি না খোঁজ নিতে হবে এবং চাষাবাদের ব্যবস্থা যাতে হয় সে উদ্যোগ নিতে হবে ৷ অতীতের মতো কৃষকের ধান কাটার কাজে দলের নেতাকর্মীদের সহযোগিতা করতেও তিনি নির্দেশ দিয়েছেন ৷

নেতারা জানান, এ যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে সভায় উপস্থিত দলের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। এ সময়ে প্রায় ১০ মিনিট প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকলে কথা বলেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ যৌথসভা শুরু হয়।

সভা শেষে এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এ ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও সরেজমিনে গিয়ে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
বাংলাদেশ সময়:১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।