ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে লিচু বাগানে পড়ে ছিল কৃষকের মরদেহ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, এপ্রিল ২৪, ২০২৩
ঈশ্বরদীতে লিচু বাগানে পড়ে ছিল কৃষকের মরদেহ 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ইলিয়াছ প্রমাণিক (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইলিয়াছ উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুরে লিচু বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় করে।  

ওসি আরও জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যপারে ঈশ্বরদী থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩ 

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।