ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তীব্র দাবদাহের পর মাগুরা-চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
তীব্র দাবদাহের পর মাগুরা-চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রচণ্ড তাপদাহের পর প্রশান্তির বৃষ্টি নেমেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা ও চুয়াডাঙ্গায়।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে তীব্র দাবদাহের শিকার এই দুই জেলায় বৃষ্টি হয়েছে।

বিগত কয়েকদিনে একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহ প্রবণ এলাকা ছিল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা: জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার ফিরেছে স্বস্তি। সোমবার দুপুর পৌনে ৩টা দিকে এই জেলায় শুরু হয় বৃষ্টি, যা স্থায়ী হয় আধা ঘণ্টা। এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া।

এদিকে, দীর্ঘ দিন পর বৃষ্টি হওয়ায় প্রাণ ফিরেছে এই জেলায়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, দুপুর পৌনে ৩টার দিকে এখানে বৃষ্টি শুরু হয়। এর স্থায়িত্ব হয় দুপুর ৩টা ২০ মিনিট পর্যন্ত।

মাগুরা: সোমবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক জেলা মাগুরায় বৃষ্টি হয়েছে। এখানেও বৃষ্টি প্রায় আধা ঘণ্টা ধরে অব্যাহত ছিল। সঙ্গে ছিল মৃদু ঝড়ো হওয়া।

জানা যায়, সোমবার (২৪এপ্রিল) দুপুর থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। দুপুরের পর থেকে কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। পরে বিকেল পৌনে ৫টার দিকে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া।

বহু আকাঙ্ক্ষিত বৃষ্টির ফলে জনজীবনে নেমে আসে প্রশান্তি। সবুজ শ্যামল প্রকৃতি ও ফল-ফসলের গাছগুলো ফিরে পায় প্রাণ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।