ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক ও বর্তমান ইউপি সদস্যের বিরোধে সংঘর্ষ, যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সাবেক ও বর্তমান ইউপি সদস্যের বিরোধে সংঘর্ষ, যুবক খুন লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও উভয়পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু সালেহের ছেলে।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরা মিয়ার সঙ্গে সাবেক সদস্য মুজিবুর রহমানের পূর্ব বিরোধ ছিল।

এ নিয়ে বুধবার বেলা ১১টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মুজিবুর রহমান পক্ষের জহিরুল ইসলামসহ উভয়পক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। পরে জহিরুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যান্য আহতদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন ও অন্যরা চিকিৎসা নিয়ে ফিরেছেন। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

একজন নিহতের খবর নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।