ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৪ লাখ টাকার চিংড়ির পোনাসহ আটক ৯

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
২৪ লাখ টাকার চিংড়ির পোনাসহ আটক ৯

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান পরিচালনা করে ২৪ লাখ টাকার চিংড়ি রেনু পোনাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সীমান্তবর্তী এলাকার সিএন্ডবি থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-মঠবাড়িয়া সীমান্তবর্তী সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটটি মোটরসাইকেলে তল্লাশি করে ৩০ ড্রামে ১২ লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয় এবং ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত গলদা চিংড়ির পোনাগুলোর মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুথ উপস্থিতিতে জব্দকৃত রেনু পোনাগুলো পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়। এছাড়া আটকদের মুসলেকা নিয়ে মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।