ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পদ্ধতিতে পশু জবাই, দুইজনের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ২, ২০২৩
অস্বাস্থ্যকর পদ্ধতিতে পশু জবাই, দুইজনের জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইয়ের অভিযোগে দুইজনের ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার পৌরসভার আশ্রমবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন তাদের জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ওই এলাকার আবুল কালামের ছেলে মনছুর আলী (২৭) ও আখের বেপারীর ছেলে মো. জহির (৩৭)।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, লাইসেন্সবিহীন ভাবে পশু জবাই এবং অস্বাস্থ্যকর পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে দুইজনের ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং রামগতি থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।