ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নিজের পরিহিত শার্ট দিয়ে ফাঁস দিল পাবজি আসক্ত কিশোর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
নিজের পরিহিত শার্ট দিয়ে ফাঁস দিল পাবজি আসক্ত কিশোর! ফাইল ফটো

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফাঁস দিয়ে স্বপ্নীল সরকার রিকি (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার (১২ মে) রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্বপ্নীল সরকার রিকি বটবাড়ি গ্রামের মিল্টন সরকারে ছেলে ও ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  

ওই স্কুলছাত্রের বাবা মিল্টন সরকার বলেন, স্বপ্নীল সরকার রিকি মোবাইলে পাবজি গেমে আসক্ত ছিল। আমার ছেলে স্বপ্নীল সরকার রিকি প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশের ঘেরপাড় গিয়ে মোবাইলে পাবজি গেম খেলতো। ঘটনার দিন সে প্রতি রাতের মতো ঘেরপাড়ে চলে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় সকালে আমরা ঘেরপাড় গিয়ে কাঁঠাল গাছের সঙ্গে নিজের পরিহিত শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।  

কোটালীপাড়া থানার এসআই সুশান্ত কুমার খান বলেন, স্বপ্নীল সরকার রিকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা,  মে ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।