ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় মো. রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পাশে ৬৪ নম্বর রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ওই উপজেলার দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, শুক্রবার রেল লাইনের ওপর বসে ছিলেন রুহুল আমিন। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।