ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে পাথর বোঝাই ট্রাক্টর পুকুরে, প্রাণ গেল চালকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, মে ২১, ২০২৩
সাদুল্লাপুরে পাথর বোঝাই ট্রাক্টর পুকুরে, প্রাণ গেল চালকের 

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পাথর বোঝাই ট্রাক্টর পুকুরে পড়ে চালক কামরুল ইসলামের (২৩) মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কামরুল উপজেলার ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, বিকেল পৌনে ৩টার দিকে কামরুল স্থানীয় জামুডাঙ্গা জাল্লাদুর মোড় থেকে ট্রাক্টরে পাথর নিয়ে দক্ষিণ হাটবামুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে হাটবামুনি গ্রামে কামরুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে পানিতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কামরুল।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, কামরুলের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।