ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতের উপহারের ২০ রেল ইঞ্জিন দেশে আসছে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ২২, ২০২৩
ভারতের উপহারের ২০ রেল ইঞ্জিন দেশে আসছে মঙ্গলবার ফাইল ফটো

ঢাকা: ভারতীয় উপহারের ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) মঙ্গলবার দেশে আসছে। গেদে-দর্শনা রেলপথ দিয়ে ভারত থেকে লোকমোটিভগুলো বাংলাদেশে আসবে।

এরপর দর্শনা সীমান্ত থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা এ লোকোমোটিভগুলো নেবেন।

সোমবার (২২ মে) বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪ টায় রেলভবনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আর ভারত থেকে সে দেশের রেলমন্ত্রী ভার্চ্যুয়ালি সংযুক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮, মে ২২, ২০২৩
এনবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।