ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা ভেঙে সুন্দরবনে মাছ শিকার, আটক ৮ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
নিষেধাজ্ঞা ভেঙে সুন্দরবনে মাছ শিকার, আটক ৮ জেলে

সাতক্ষীরা: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছেন বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৩ মে) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া নদী থেকে তাদের আটক করা হয়।

এসময় জেলেদের ব্যবহৃত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ, আক্কেল আলীর ছেলে শফিকুল, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আল-আমিন, রশিদ গাজীর ছেলে মো. নূরুজ্জামান, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান এবং পাতাখালী গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের ছেলে ফজর আলী।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।