ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিবনগর সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
মুজিবনগর সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

মেহেরপুর: মুজিবনগরে ভারতীয় সীমান্ত থেকে শরিফুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্প।

সোমবার (২৯ মে) দুপুরের দিকে মাঝপাড়া ও ভারতের হৃদয়পুর সীমান্ত পিলার ১০৫/৩ এ এর নিকট থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফুল ইসলাম মুজিবনগর উপজেলার মাঝপাড়া এলাকার সাহাবুদ্দীনের ছেলে।

৬ বিজিবির মুজিবনগর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাকে আটক করেন।

মুজিবনগর বিওপি কোম্পানি কমান্ডার জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছে শরিফুল ইসলাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে বিজিবির টহল দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।