ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পিকআপভ্যানের চাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ৩, ২০২৩
মাধবপুরে পিকআপভ্যানের চাপায় পথচারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপভ্যানের চাপায় মো. ফরিদ মিয়া (৪০) এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (০৩ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাউসারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধনপাড়ার মৃত গোলাম আজম তালুকদারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ভূইয়া জানান, সকালে সিলেটমুখী একটি পিকআপভ্যান মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে থাকা ফরিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।