ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুইজনের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ৩, ২০২৩
কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুইজনের 

কুমিল্লা: কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের জেলখানাবাড়ি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।  

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি অটোরিকশা ক্রসিংয়ে উঠে পড়ে। এসময় ট্রেনটির ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তারা দুইজনই পুরুষ। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিল না। প্রাথমিকভাবে জানা গেছে তারা বাবা-ছেলে।  তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রেলক্রসিংটি অবৈধ হওয়ায় সেখানে গেট ও গেটম্যান ছিল না।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ০৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।