ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট কাউন্টারে মিলবে ১৩ জুন থেকে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট কাউন্টারে মিলবে ১৩ জুন থেকে ফাইল ছবি

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৯ জুন। এবারের ঈদে মানুষকে ঘরে ফেরাতে ১৩ জুন থেকে কাউন্টারে মিলবে বাসের অগ্রিম টিকিট।

শুক্রবার (৯ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে।   

অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট রুটের বাসের টিকিট পাওয়া যাবে। অনলাইনেও পাওয়া যাবে।  

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারি ছুটি শুরু হবে ঈদের আগের দিন থেকে। তাই ২৭ ও ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এনবি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।