ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাসড়কে সমস্যায় পড়লে সাহায্য করবে ‘হ্যালো এইচপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
মহাসড়কে সমস্যায় পড়লে সাহায্য করবে ‘হ্যালো এইচপি’

ঢাকা: মহাসড়কে চলচলাকারীদের সহযোগিতার জন্য একটি অ্যাপ চালু করেছে হাইওয়ে পুলিশ। অ্যাপটির নাম ‘হ্যালো এইচপি’।

রোববার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন বলেন, মহাসড়কে কেউ বিপদে পড়লে, তা এখন সহজেই আমাদের জানানো যাবে। সবাইকে সহযোগিতা করতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ২০০৫ সালের ১১ জুন প্রতিষ্ঠিত হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দেশের নয় হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে তিন হাজার কিলোমিটার মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

মাদক, চোরাচালানসহ সড়কের নানা অপরাধরোধে তিনি হাজার সদস্য কাজ করছে। সারা দেশের ৭৩টি থানা-ফাঁড়ির মাধ্যমে এই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনের তুলনায় কম জনবল দিয়ে চলছে হাইওয়ে পুলিশ। তাই নতুন ইউনিট ও থানা ফাঁড়ি খুলতে হবে। প্রতিটি থানা ফাঁড়িতে একটি বা দুটি গাড়ি থাকা যথেষ্ট নয়।

৪০-৫০ কিলোমিটার থানা-ফাঁড়ি এলাকায় কাজ করতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

‘হ্যালো এইচপি’ অ্যাপ থেকে যেসব সুবিধা পাওয়া যাবে-

মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন- রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি।

জরুরি সাহায্য বাটন চেপে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশের পেট্রোল টিমের কাছ থেকে সাহায্য পাওয়া।

হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিয়নভিত্তিক সব সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর।

মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সব হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনগুলোর মোবাইল নম্বর।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।