ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

শালিখায় আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জুলাই ৩, ২০২৩
শালিখায় আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক আটক

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার হরিশপুর পশ্চিম পাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।  

আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের মো. শাহিনুর রহমানের ছেলে মো. ইয়াসির আরাফাত (১৯), সাইফুল মোল্লার ছেলে জিসান মোল্লা (১৯) ও পাঠান পাইক পাড়ার মহব্বত আলী খানের ছেলে মাহিম খান মিরাজ (১৮)।

রোববার (০৩ জুলাই) দুপুরে হরিশপুর খেয়ার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থায়ীরা জানান, দুপুরে হরিশপুর খেয়া ঘাটের পাশে একটি নির্জন বাগানে ওই তিন যুবক মাদক সেবন করছিলেন। তাদের দেখে স্থানীয় লোকজন শালিখা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় ইয়াসির আরাফাতের দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারাফ হোসেন বলেন, এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।