ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্দেহজনকভাবে ঘুরছিলেন যুবক, তল্লাশিতে মিলল অস্ত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
সন্দেহজনকভাবে ঘুরছিলেন যুবক, তল্লাশিতে মিলল অস্ত্র

সিরাজগঞ্জ: সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মো. রোকনুজ্জামাল ওরফে রোকন নামে এক যুবকের দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।

 

রোকন কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি বলেন, বুধবার গভীর রাতে কামারখন্দ থানার ঝাঐল ওভার ব্রিজের দক্ষিণ পাশে রোকনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার দিকে ডিবির টিম এগিয়ে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করে দেহ তল্লাশি করলে অস্ত্র ও গুলি পাওয়া যায়। এ ঘটনায় মামলা দিয়ে তাকে কামারখন্দ থানায় সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।