সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বংশী নদীতে ডুবে মেহেদী হাসান শান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে আশুলিয়ার পলাশবাড়ী বাসবাড়ি ডগরতলী এলাকার বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান শান্ত ফরিদপুরের বাসিন্দা। তিনি আশুলিয়ার পলাশবাড়ী কামাল গার্মেন্ট এলাকায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্ত ও তার কয়েকজন বন্ধু দুপুরে ডগরতলী এলাকার বংশী নদীতে গোসল করতে নামেন। সাঁতার কেটে নদী পার হওয়ার একপর্যায়ে নিখোঁজ হন শান্ত। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল রাতে তার মরদেহ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে আমরা উদ্ধার অভিযানে নামি। পরে রাতে ডুবে যাওয়ার কিছুটা দূর থেকে তার মরদেহ উদ্ধার করি। যেখানে তিনি নিখোঁজ হয়েছেন, মাটি কেটে ফেলায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া নদীতে স্রোত বেশি থাকায় আমাদের অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসএফ/এমএইচএস


