ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় লিচু বাগানে পড়ে ছিল বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বগুড়ায় লিচু বাগানে পড়ে ছিল বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ

বগুড়া: বগুড়ার শাজাহানপু‌র উপজেলায় খু‌কি বেগম (৮০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর এলাকার এক‌টি লিচু বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খু‌কি বেগম ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খুকি বেগমের বস্তাবন্দি মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন। এরপর পুলিশ দুপুর পৌনে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহটি বস্তার ভেতর অর্ধগ‌লিত অবস্থায় ছিল।

পুলিশের ধারণা, বস্তায় ঢোকানোর সময় তার দু‌ই পা কেটে ফেলা হয়েছে এবং কয়েক দিন আগে তাকে হত‌্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহত খু‌কি বেগমের স্বামী দ্বিতীয় বিয়ে করে দীর্ঘদিন অন্যত্র বসবাস করেন। খুুকি জোড়া তালপুকুরে তার ছেলেদের সঙ্গে থাকতেন। কী কার‌ণে এই হত্যাকাণ্ড এবং ঘটনার সঙ্গে জ‌ড়িতদের ধরতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।