ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কৃষকলীগ নেতার বাড়িতে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ফরিদপুরে কৃষকলীগ নেতার বাড়িতে চুরি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মো. হানিফ কাজী নামে এক কৃষকলীগ নেতার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (০৮ আগস্ট) দিবাগত গভীর রাতে পৌরসভার কুসুমদি কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মো. হানিফ কাজী উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলফাডাঙ্গা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত চারদিন আগে কৃষকলীগ নেতা হানিফ কাজীর পরিবারের লোকজন ওই বাড়িতে তালা লাগিয়ে ঢাকা যান। বুধবার ভোরে প্রতিবেশী লোকজন ওই বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তারা ঘরে ঢুকে ওয়ারড্রব ও আলমারির তালা ভাঙা দেখেন। ড্রয়ার খোলা দেখে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে আলফাডাঙ্গা থানার এসআই আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে বাড়ির মালিক মো. হানিফ কাজী জানান, আমার মা অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। তাই বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীরা জানালো আমাদের বাড়িতে চুরি হয়েছে। তবে বাড়িতে কেউ না থাকার কারণে কি কি চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।

আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে বাড়িতে পরিবারের কেউ না থাকায় কি কি মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩ 
এসএ এইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।