ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় ‘বন্যার পানিতে’ ব্যবহার অনুপযোগী সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাসের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

মৃতরা হলেন- চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)।

এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের বাবা আনোয়ার হোসেন (৭৮)।

স্থানীয়দের বরাতে ওসি জাবেদ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। তার বাড়ির সেপটিক ট্যাংকটিতে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বুধবার রাতে বাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ারের দুই ছেলে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন। এতে গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভেতরে দুই ভাই অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে নেমে আনোয়ারও অসুস্থ হয়ে পড়েন। টের পেয়ে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসবি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।