ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজান দিতে মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইমামের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আজান দিতে মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইমামের

লক্ষ্মীপুর: মাইকে এশার আজান দেওয়ার জন্য মাইক্রোফোন হাতে নেন মসজিদের ইমাম কামরুল হাসানের (৪৭)। আজানও শুরু করেন।

কিন্তু একবার 'আল্লাহু আকবর' বলে দ্বিতীয়বার আর বলার সুযোগ পাননি তিনি। এরই মধ্যে মাইক্রোফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মনির হোসেন মিস্টার বাংলানিউজকে বলেন, ইমাম সাহেব আজান দেওয়ার জন্য মাইকের মাইক্রোফোন হাতে নিয়ে একবার 'আল্লাহু আকবর' বলেছেন। এরপরই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মাইক্রোফোনে তার দুই হাতের পোড়া অংশ লেগে আছে।  

তিনি আরও জানান, ঘটনার পরপরই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামরুল হাসান পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুই বছর ধরে কামরুল হাসান শাকচরের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।