ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বন্যার পানি-পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
সিরাজগঞ্জে বন্যার পানি-পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশে পৃথক ঘটনায় বন্যার পনি ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে শাহজাদপুরের জামিরতা মসজিদ পাড়া ও তাড়াশ উপজেলার পওতা গ্রামে এসব ঘটনা ঘটে।

শনিবার (১৯ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে- শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার ছেলে মাসুদ রানা (৪) ও তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবীব (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাসুদ রানাকে তার নানা মকদুম মোল্লার বাড়ি রেখে বাবা-মা দুইজনেই ঢাকায় থাকেন। শুক্রবার বাড়ির পাশের বন্যার পানিতে মাসুদ ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মাসুদকে মৃত ঘোষণা করা হয়।

পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হোসেন জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায় শিশু আহসান হাবীব। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।