ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জাতীয় নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা চাইলেন হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, অক্টোবর ১৮, ২০২৫
জাতীয় নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা চাইলেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-আইআইইউএম এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার জানায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ‍্য প্রদান ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ‍্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য দেন।

মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বিপুল সংখ‍্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় আইআইইউএমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম’র সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বাংলাদেশের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে তাদের তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা ও ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।