ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
যশোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

যশোর: যশোরে মাদক মামলায় রাব্বি নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন।

যশোর আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক আসামি রাব্বি মিয়া ওরফে হালকা রাব্বি যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনির এলাকার জাহাঙ্গির আলমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ মে সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশের একটি টিম শহরের মণিহার মোড় এলাকায় ডিউটির সময় রাব্বি নামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে। পুলিশ তাকে দাড়াতে বললেই পালানোর চেষ্টা করে রাব্বি। পরে মণিহার হলের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।  

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেন এসআই দেবাশীষ রায়।  

পরে মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৭ জুলাই এসআই এইচ এম মাহমুদ রাব্বিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।  

মঙ্গলবার এ মামলার রায় ঘোষণার দিনে আদালত তাকে এ আদেশ দেন। রাব্বি পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।              

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।