রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (১৩ অক্টোবর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সেপ্টেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ অপরাধ বিভাগ হিসেবে নির্বাচিত হয় ডিএমপি উত্তরা বিভাগ, আর শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের এসি জাহিদ হোসেন।
শ্রেষ্ঠ এসআই (যৌথভাবে) নির্বাচিত হয়েছেন গুলশান থানার এসআই মো. আলীম হোসাইন ও মুগদা থানার এসআই মো. তহিদুল ইসলাম।
শ্রেষ্ঠ এএসআই (যৌথভাবে) হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই আখতারুজ্জামান মণ্ডল পলাশ ও গুলশান থানার এএসআই মো. তন্ময় ডিউ।
গোয়েন্দা বিভাগের মধ্যে ডিবি-মতিঝিল বিভাগ শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। সেখানে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন, যিনি গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের নেতৃত্ব দিচ্ছেন।
ট্রাফিক বিভাগে ট্রাফিক-মতিঝিল বিভাগ শ্রেষ্ঠ হয়। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট (যৌথভাবে) নির্বাচিত হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট আব্দুল আজিজ ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।
সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিল্লুর রহমানসহ ডিএমপির সব থানার ওসি, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
এমএমআই/আরবি