ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে পানিতে ডুবে আফ্রিদি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আফ্রিদি ওই এলাকার বাবু ও লিজা আক্তার দম্পতির সন্তান ছিলেন।

জানা গেছে, দুপুরে ভাত খাওয়ানোর জন্য আফ্রিদির খালা ডাকাডাকি করছিল। আফ্রিদিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন খালা ও পরিবারের লোকজন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায় আফ্রিদিকে। এ সময় খালা মিতু আক্তারের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ ৫ বছর আগে আফ্রিদির বাবা বাবু ও মা লিজা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে আফ্রিদি তার খালা মিতু আক্তারের কাছেই বড় হচ্ছিল।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এ ব্যাপারে বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।