ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগ্নেয়াস্ত্র, আইস-ইয়াবাসহ কোচিং সেন্টার পরিচালক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আগ্নেয়াস্ত্র, আইস-ইয়াবাসহ কোচিং সেন্টার পরিচালক আটক

রাজশাহী: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ (৪০) নামে একটি কোচিং সেন্টারের পরিচালককে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মজনু রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি নগরীর উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।

র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নগরীর উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে মজনুকে আটক করে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতরে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলভার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযুক্ত মজনুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।