ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল  

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টারশেল বেরিয়ে এসেছে।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টারশেলটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে একাধিক সম্মুখ যুদ্ধ হয়। ধারণা করা হচ্ছে, সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিল। সোমবার লালমাই পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মঙ্গলবার মর্টারশেলটি বের হয়ে আসে।  

ওসি জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মর্টারশেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।