ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্লবী থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পল্লবী থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে রুবেল (২৯) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গ্রেপ্তার রুবেলসহ অন্য সহযোগীরা এক বছর আগে এক ভুক্তভোগীকে বিদেশে একটি শপিংমলের দোকানে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখান। তার প্রস্তাবে ভুক্তভোগী রাজি হলে তারা গত ২৭ আগস্ট বিদেশে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর ভুক্তভোগীকে শপিংমলে চাকরি না দিয়ে অজ্ঞাতনামা একটি বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। ওই ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানালে আসামিদের কাছে ভুক্তভোগীকে ফেরত আনার কথা জানালে এজন্য ৬ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভুক্তভোগীকে অন্যত্র বিক্রি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি দেন।  

পরে ভুক্তভোগীর ভাই বাদী পল্লবী থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার নামে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। চক্রে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।