ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, আগস্ট ২১, ২০২৫
ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা ও সিটি কলেজ  ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ । ছবি: বাংলানিউজ

ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ। এর আগেও ওই প্রতিষ্ঠান দুটি বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে।

তবে প্রাথমিকভাবে আজকের সংঘর্ষের কারণ জানা যায়নি।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা এ সংঘর্ষের খবর জানতে পারে।  

পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের কারণ জানা না গেলও এখন পর্যন্ত এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।  

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।