ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, অক্টোবর ১, ২০২৩
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার মণ্ডল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

 

তুষার মণ্ডল ওই গ্রামের দুলাল চন্দ্র মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে নিজের মাছের ঘেরে যান তুষার। সেখানেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে একই গ্রামের প্রশান্ত সরদার ঘেরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আশাশুনি থানার কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ শেষকৃত্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ