ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বালুভর্তি ট্রাকে ভারতীয় চিনি পাচারকালে চালান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
সিলেটে বালুভর্তি ট্রাকে ভারতীয় চিনি পাচারকালে চালান জব্দ

সিলেট: ভারত থেকে অভিনব পন্থায় অবৈধ পথে আনা চিনির চালান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে চালানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি বালুর ট্রাকে তল্লাশি করতে গিয়ে চিনির বস্তার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ট্রাকের চালকসহ চালানটি জব্দ করা হয়। ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, থরে থরে সাজানো ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চিনি পাচার হচ্ছিল।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলাম পালিয়ে যান।

আটক ট্রাকচালক নিজাম উদ্দিন (২৯) সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ওই ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে বালির নীচ থেকে ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চিনি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানান, তিনি ভারতীয় চিনির চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।