ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অক্টোবরের মধ্যে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, অক্টোবর ৭, ২০২৩
অক্টোবরের মধ্যে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

নীলফামারী: জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।  

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গি মোড়ে ফিরে মানববন্ধন সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়।

এসময় বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি উত্তম রায় বাদল, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুধির রায়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় বলেন, সারাদেশে দাবি বাস্তবায়নে আন্দোলন হচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারীতে আজকে কর্মসূচি পালন করা হলো। আমরা প্রত্যাশা করি সরকার চলতি অক্টোবর মাসেই আমাদের এই দাবি সমূহ পূরণ করবেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।