ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
‘পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই’

রাঙামাটি: পর্যটন নগরী গড়তে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই —বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (৮ অক্টোবর) দুপুরের দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সভাপতির বক্তব্যে ডিসি মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, আগামী ২০ অক্টোবর থেকে দেশের অন্যান্য এলাকার মতো রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীরা রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। এ জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জেলার পর্যটন শিল্পের উন্নয়নে শহর পরিচ্ছন্ন, বাল্যবিয়ে বন্ধ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।  

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-মামুন ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।