ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে বাসে আগুন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে এ আগুন নিয়ন্ত্রণে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) ৭টা ৪০ মিনিটের দিকে এ আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসে অগ্নিকাণ্ডের সংবাদে সিদ্দিক বাজার থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।