ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (১৯)।

রোববার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।  

তিনি জানান, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে শ্যামপুর একটি স্টিল মিলে এ ঘটনা ঘটে।  

স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

মৃত রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক জানান, ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের মরদেহ নিতে আসতে পারেননি। কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন বলা তাকে জানানো হয়েছে। এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।