ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত, আটক এক

পাবনা: পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে মাছরাঙ্গা পরিবহনের হেলপার জুবায়ের রহমান (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হোসেন সুমন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২০ নভেম্বর) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।  

নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়ার জাহিদুর রহমান ছেলে।  

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঢাকার গাবতলী থেকে বাস যাত্রীর সঙ্গে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামলে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির চালক ও সুপারভাইজারের সঙ্গে মারামারি শুরু করেন। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।  

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সঙ্গে জড়িত মারুফ হোসেন সুমনকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।

সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।